Saidur Trainer 2 years ago |
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ব্যাপক দরপতন ঘটেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই আভাসে দেশটির মুদ্রার ডলারের দাম বেড়েছে। ফলে মূল্যবান ধাতুটির দর কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৮২৫ ডলার ৬০ সেন্টে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৮৪১ ডলার ৫০ সেন্টে।
ইউএস সুদের হার বৃদ্ধি স্বর্ণের জন্য অতি মাত্রায় স্পর্শকাতর। এতে বুলিয়ন মার্কেটে নেতিবাচক প্রভাব পড়ে।
সদ্য বৈঠকে বসেছিলেন ফেডের নীতি-নির্ধারকরা। সেখানে সুদের হার বৃদ্ধি অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন তারা।
ওএএনডিএ’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, কঠোর মুদ্রানীতি গ্রহণ করে যেতে পারে ফেড। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সেটা অব্যাহত রাখা দরকার। ফলে বিনিয়োগকারীদের কাছে আবেদন ফিরে পেয়েছে ডলার। আকর্ষণ হারিয়েছে স্বর্ণ।
Alert message goes here